শুক্রবার , ২৭ জুন ২০২৫ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

আওয়ামী লীগকে বিকল্প নামে রাজনীতি করতে দেয়ার অপচেষ্টা হচ্ছে: নুর

প্রতিবেদক
Newsdesk
জুন ২৭, ২০২৫ ২:২৬ অপরাহ্ণ

দেশীয় এবং বিদেশি নানান চাপে ফ্যাসিস্ট রাজনৈতিক দল আওয়ামী লীগকে বিকল্প নামে রাজনীতি করার অপচেষ্টা করা হচ্ছে বলে দাবি করেছেন গণ অধিকার পরিষদের (জিওপি) সভাপতি ভিপি নুরুল হক নুর।

তিনি বলেছেন, নির্বাচনের আগে ফ্যাসিবাদের বিচার ও সংস্কারের বিষয়টি গণ অধিকারের জোরালো দাবি।

শুক্রবার (২৭ জুন) সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস ইন্সটিটিউশনের মিলনায়তনে, গণ অধিকার পরিষদের জাতীয় ও স্থানীয় নির্বাচনে দলীয় কর্মকৌশল নির্ধারণে বর্ধিত সভায় এই মন্তব্য করেন গণ অধিকার পরিষদের (জিওপি) সভাপতি ভিপি নুরুল হক নুর।

এসময় ঐকমত্য কমিশনের নানা দিকের কথা তুলে ধরে দুইবার অর্থাৎ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার বিষয়টি দেশের বড় একটি রাজনৈতিক দলের চাপে এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে ঐকমত্য কমিশন জানান তিনি। সেইসাথে বেশ কিছু বিষয়ে জুলাই অভ্যুত্থানের পর জন ইচ্ছার বিষয়টি পাশ কাটিয়ে যাচ্ছে ঐকমত্য কমিশন।

দেশের এই সময়ে ঐক্যবদ্ধ হয়ে সামনে এগিয়ে যেতে না পারলে দেশের সকল দিকের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ধাবিত হবে বলে জানান ভিপি নুরুল হক নুর।

বর্ধিত সভায় দলের নেতারা জানান, দেশে যেন কোনোভাবেই ফ্যাসিবাদের পুনর্বাসনসহ আর কোন সরকার স্বৈরাচার হতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।

সর্বশেষ - আইন-আদালত