শুক্রবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৫ | ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

আগে বিচার, সংস্কার ও স্থানীয় নির্বাচন চায় জামায়াত

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ২:১১ অপরাহ্ণ

জুলাই-আগস্টের গণহত্যার বিচার, বিভিন্ন সংস্কার ও স্থানীয় নির্বাচনের পরে জাতীয় সংসদ নির্বাচন করতে হবে বলে দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামী বাংলাদেশ।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে রাজবাড়ীর শহীদ খুশি রেলওয়ে মাঠে সংগঠনটির জেলা শাখার কর্মী সম্মেলনে এই দাবি জানান কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, ফ্যাসিবাদের মাস্টার মাইন্ড শেখ হাসিনাসহ মানবতাবিরোধী অপরাধের ট্রাইব্যুনালে যাদের মামলা চলমান, জাতি সাধারণ নির্বাচনের আগে তাদের বিচার দেখতে চায়।

তিনি বলেন, আমরা একটি কালোযুগ পার করে এসেছি। এই ষোল সতের বছর মানুষের ভোটাধিকার, গণতন্ত্র ছিল না। আইন, আদালতে দলীয়করণ, লুটপাট, নিরীহ আলেম-ওলামাদের কারাগারে নেওয়া হতো। বাংলাদেশের সবচেয়ে সৎ লোক জামায়াতের আমিরদের অন্যায়ভাবে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার আমির অ্যাড. মো. নুরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আজাদ।

এর আগে দীর্ঘ ২২ বছর পর অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার কর্মী সম্মেলন উপলক্ষে জেলার পাঁচটি উপজেলা থেকে হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে শহীদ খুশি রেলওয়ে মাঠে জড়ো হন।

সর্বশেষ - আন্তর্জাতিক