পিআরসহ যেসব বিষয়ে ঐকমত্য হয়নি সেসব বিষয়ে আলোচনার পাশাপাশি আন্দোলন এক সঙ্গে চলবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকাস্থ ইউরোপিয়ান ইউনিয়নের দূতাবাসে ইউরোপিয়ান পার্লামেন্টের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন জামায়াত নেতারা। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ডা. তাহের।
তিনি বলেন, কমিশনের মেয়াদ বাড়ানো হলেও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য আসবে, জামায়াত এমনটা মনে করে না। এ বিষয়ে আন্তরিক হলে এক মাস নয়, এক ঘণ্টাতেই সম্ভব।
এদিকে ইউরোপিয়ান পার্লামেন্টের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলটি বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু হবে কি না জানতে চেয়েছে। উত্তরে জামায়াত বলেছে, নির্বাচন পিআর পদ্ধতিতে হলেই সুষ্ঠু হবে। এতে জোর করে এমপি হওয়া সুযোগ থাকবে না। কেননা বিগত ১৫ বছরে জোর করে এমপি নির্বাচিত হয়েছে।
যদি পিআর পদ্ধতিতে নির্বাচন না হয় তাহলে কী হবে, সাংবাদিকদের এমন প্রশ্ন ডা. তাহের বলেন, জামায়াত নির্বাচনে যাবে না সেটি বলেনি, বলেছে পিআর পদ্ধতি উত্তম।
















