বৃহস্পতিবার , ২২ জানুয়ারি ২০২৬ | ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির নির্বাচনি প্রচারণা শুরু

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ২২, ২০২৬ ২:৩৫ অপরাহ্ণ

জাতীয় তিন নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী, খাজা নাজিমুদ্দিন ও শেরেবাংলা একে ফজলুল হকের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনি প্রচারণা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ সময় দলটির নেতারা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির কবরেও শ্রদ্ধা জানান।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে প্রথমে দোয়েল চত্বর এলাকায় অবস্থিত শেরেবাংলা একে ফজলুল হকসহ তিন জাতীয় নেতার কবরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া-মোনাজাত করেন এনসিপির নেতাকর্মীরা। পরে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কাজী নজরুল ইসলাম ও শরীফ ওসমান হাদির কবরে জিয়ারত করেন।

কবর জিয়ারত ও মোনাজাত শেষে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি কার্যক্রম শুরু করেন দলটির শীর্ষ নেতারা।

এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সারা দেশের মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি—১০ দলীয় ঐক্য জোটকে বিজয়ী করুন, জোটের মার্কাকে বিজয়ী করুন এবং জাতীয় নাগরিক পার্টির সারা দেশে মনোনীত ৩০ জন প্রার্থীকে শাপলা কলি মার্কায় ভোট দিয়ে সংসদে পাঠান।

তিনি বলেন, সংসদে জাতীয় নাগরিক পার্টি ও ১০ দলীয় ঐক্য জোট সাধারণ মানুষের কথা বলবে, গণঅভ্যুত্থান ও প্রয়োজনীয় সংস্কারের কথা বলবে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রাখবে। গণভোটে ‘হ্যাঁ’ ভোট নিশ্চিত করা এবং শরীফ ওসমান হাদি হত্যার বিচার আদায় এই নির্বাচনি প্রচারণার অন্যতম এজেন্ডা বলেও জানান তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, নির্বাচনের আগেই ওসমান হাদি হত্যা মামলার চার্জশিটসহ সব বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বাংলার মাটিতে এই হত্যার সুষ্ঠু বিচার আদায় করা হবে।

এ সময় ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কবর জিয়ারত শেষে দলটির নেতাকর্মীরা জাতীয় প্রেস ক্লাবের উদ্দেশে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি শুরু করেন। সেখানে দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।

সর্বশেষ - আইন-আদালত