মঙ্গলবার , ৬ আগস্ট ২০২৪ | ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

কারাগারে আটক বিএনপি নেতাদের জামিন আবেদন

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ৬, ২০২৪ ১:৪৮ অপরাহ্ণ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামসহ কারাগারে আটক দলটির প্রায় আড়াইশত নেতাদের জামিন চেয়ে আবেদন করা হয়েছে।

মঙ্গলবার (৬ আগস্ট) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই আবেদন করা হয়েছে।

আসামিপক্ষের আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কারাগারে আটক থাকা বিএনপির প্রায় আড়াইশ’ নেতাকর্মীর জামিনের আবেদন করা হয়েছে। দুপুরের মধ্যে এই বিষয়ে শুনানি হতে পারে।

জামিন আবেদন করা নেতাদের মধ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুল, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরব, দক্ষিণের আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুর রহমান শিমুল ও যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন এ্যানি প্রমুখও রয়েছে।

চলমান কোটা সংস্কার আন্দোলনে নাশকতার অভিযোগ রাজধানীর বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

সর্বশেষ - আইন-আদালত