শুক্রবার , ১৭ অক্টোবর ২০২৫ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

কিছু দল প্রতারণা করে জুলাই সনদে স্বাক্ষর করছে, এটা ঐক্য না: নাহিদ

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ১৭, ২০২৫ ২:০৭ অপরাহ্ণ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘কিছু রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করবে, এটি জাতীয় ঐক্য নয়। কিছু দলের বৈঠক মানে জাতীয় ঐক্য নয়। তারা জনগণের সঙ্গে প্রতারণা করে এ সনদ স্বাক্ষর করছে।’

শুক্রবার (১৭ অক্টোবর) রাজধানীর বাংলামোটরে জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

এ সময় কিছু রাজনৈতিক দল জনগণের সঙ্গে প্রতারণা করে জুলাই সনদে স্বাক্ষর করছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, জাতীয় ঐকমত্য কমিশনে শ্রম কমিশন ও স্বাস্থ্য কমিশন নিয়ে আলোচনা হয়নি।

তিনি বলেন, জাতীয় শ্রমিক শক্তি রাজপথে আন্দোলন করছে। কলকারখানায় আগুন লাগছে, যেখানে শ্রমিকের জীবনের মূল্য ২ থেকে ৩ লাখ টাকা নির্ধারণ করা হচ্ছে।

এ সময় নাহিদ আরও বলেন, ফ্যাসিবাদী আমলে যেসব মাফিয়া ছিল, তাদের আইনের আওতায় আনা হয়নি। বরং তাদের ব্যবসা সুরক্ষা করা হচ্ছে। তারা শ্রমিকদের শোষণ করেছে। যারা দেশের অর্থনীতি সচল রাখছে, তাদের পাশে থাকব।

উল্লেখ্য, শুক্রবার জাতীয় সংসদ ভবন এলাকায় প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা ছাড়াও ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের জুলাই সনদে সই করার কথা রয়েছে। তবে ইতোমধ্যে সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ না করার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সর্বশেষ - আইন-আদালত