রবিবার , ২৩ নভেম্বর ২০২৫ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

ক্ষমতায় গেলে ইমাম, খতিবদের স্থায়ী ভাতার ব্যবস্থা: তারেক রহমান

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ২৩, ২০২৫ ৮:৫৬ অপরাহ্ণ

ইনশাফভিত্তিক দেশ গড়তে আগামী নির্বাচনে সব ইমাম-খতিব-মুয়াজ্জিনদের দোয়া ও সমর্থন চাইলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি হীন রাজনৈতিক স্বার্থে ধর্মীয় ব্যাখ্যার মাধ্যমে সমাজে যেন ফিতনা সৃষ্টি না হয়, সেদিকে আলেমদের সতর্ক দৃষ্টি রাখারও তাগিদ দিলেন তিনি। আগামী নির্বাচনে জনগণের ভোটে দেশ পরিচালনার দায়িত্ব পেলে ইমাম খতিবদের জন্য স্থায়ী সম্মানই ভাতা ব্যবস্থা করার কথাও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

রোববার (২৩ নভেম্বর) বিকেলে ঢাকার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাত দফা দাবিতে সম্মিলিত ইমাম খতিব জাতীয় সম্মেলন ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে ইমাম-খতিবদের দ্বীনই দায়িত্ব স্বাধীনভাবে পালন, তাদের মর্যাদা প্রতিষ্ঠাসহ সাত দফা দাবি তুলে ধরা হয়।

সম্মেলনে আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে ইমাম খতিবদের যৌক্তিক দাবি বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করার কথা জানান বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান।

বলেন, হীন স্বার্থে ধর্মীয় ব্যাখ্যা সমাজে ফেতনা তৈরি করতে পারে। তাই আলেম ওলামাদের সতর্ক থাকতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের বিকল্প নেই।

বরাবরের মতো বিএনপি সব সময় ইসলাম ও মুসলমানের স্বার্থ বিরোধী তৎপরতা রোধে সোচ্চার জানিয়ে তারেক রহমান আরও বলেন, ইমাম-মুয়াজ্জিনদের বাইরে রেখে টেকসই উন্নয়ন সম্ভব নয়।

সর্বশেষ - আইন-আদালত