বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষমতায় গেলে চট্টগ্রামে ইপিজেডের সংখ্যা বাড়ানো হবে এবং কর্মসংস্থান সৃষ্টি করা হবে। একইসঙ্গে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার যে উদ্যোগ, তা বাস্তবে রূপ দেওয়া হবে।
রোববার (২৫ জানুয়ারি) চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, বিএনপির দেওয়া প্রতিশ্রুতি ক্ষমতায় গেলে বাস্তবায়ন করা হবে। তবে এই পরিকল্পনাগুলো সফল করতে হলে ধানের শীষকে জয়যুক্ত করে সরকার গঠনের সুযোগ দিতে হবে। ধানের শীষ জয়ী হলেই কাঙ্ক্ষিত দেশ গড়ার কাজ শুরু হবে।
দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি দুটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেন। প্রথমত, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা কঠোর হাতে নিয়ন্ত্রণ করা হবে। দ্বিতীয়ত, যেকোনো মূল্যে দুর্নীতির টুটি চেপে ধরবে বিএনপি।
তিনি স্পষ্ট করে বলেন, অপরাধীর পরিচয় দল দিয়ে হবে না; অপরাধী যে-ই হোক, আইন তার নিজস্ব গতিতে চলবে।
চট্টগ্রামের সাথে জিয়া পরিবারের সম্পর্কের কথা স্মরণ করে তারেক রহমান বলেন, চট্টগ্রাম থেকে শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, এখানে তিনি শহীদ হয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ‘দেশনেত্রী’ উপাধি এখান থেকেই পেয়েছেন। তাই এই অঞ্চলের সাথে আমাদের সম্পর্ক আবেগের।
তিনি আরও বলেন, ৭১-এর স্বাধীনতা রক্ষা করেছে ২৪-এর ছাত্র-জনতার আন্দোলন। দেশের মানুষ এখন নিরাপত্তা, শিক্ষা ও চিকিৎসার জন্য পরিবর্তন চায়। অন্য দলের সমালোচনা করে মানুষের কোনো উপকার হবে না। বিএনপি সবসময় দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করেছে এবং দেশ ও জনগণকে নিয়ে দলের সুনির্দিষ্ট পরিকল্পনা আছে।
সবশেষে ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভোটের অধিকার কেউ যেন কেড়ে নিতে না পারে সেদিকে লক্ষ্য রাখবেন। গণতন্ত্র ও বাকস্বাধীনতায় যারা বিশ্বাস করেন, তারা ধানের শীষে আস্থা রাখুন।




















