মঙ্গলবার , ১১ নভেম্বর ২০২৫ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

ক্ষীণ হয়ে আসছে বিএনপির সঙ্গে এনসিপির জোটের সম্ভাবনা

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ১১, ২০২৫ ১১:৩০ অপরাহ্ণ

নতুন রাজনৈতিক দল, এনসিপির সাথে বিএনপির নির্বাচনী জোট হওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে। দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটিও এনসিপিকে নির্বাচনী জোটে নেয়ার পক্ষে নয়। দলটির উচ্চ পর্যায়ের নেতারা বলছেন, এনসিপি নেতাদের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের কারণে-ই বিএনপির সাথে দূরত্ব বেড়েছে।

বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও এরই মধ্যে জোটকেন্দ্রিক ভোট নিয়ে নানা আলোচনা চলছে।

বিশেষ করে, বিএনপির সাথে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের দল জাতীয় নাগরিক পার্টির নির্বাচনী জোট বা আসন সমঝোতা হচ্ছে কি-না, এ নিয়ে আগ্রহ রয়েছে রাজনৈতিক দলসহ সাধারণ মানুষের।

সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে আলোচনা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। বৈঠকে কমিটির সব সদস্যই এনসিপির সাথে জোট না করার পক্ষে মত দেন।

এ নিয়ে জানতে চাইলে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ এনসিপির সাথে নির্বাচনী জোট হওয়ার সম্ভাবনা অনেকটা-ই নাকচ করে দেন।

দলের ভাবমূর্তি ক্ষুন্ন হতে পারে এমন কোনো দলের সাথে জোট করার ক্ষেত্রে বিএনপি সতর্ক থাকবে বলে জানান আরেক জ্যেষ্ঠ নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তবে, রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই এমন কথাও বলছেন বিএনপি নেতারা। তারা আরো জানান, এনসিপি ছাড়া অন্য মিত্র দলগুলোর সাথে আসনবণ্টন নিয়ে আলোচনা চলছে।

সর্বশেষ - আইন-আদালত