হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দেখতে গেলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত রাত ১০টার দিকে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে যান জামায়াত আমীর।
ডা. শফিকুর রহমান বলেন, বর্তমানে গভীর সংকটাপন্ন অবস্থায় খালেদা জিয়া চিকিৎসা নিচ্ছেন। তার ডায়ালায়সিস চলছে। তিনি ডিপ সিচুয়েশনে আছেন। উনি এখনও সার্ভাইভ করছেন। সুস্থ হয়ে আবারও জাতির কাজে তিনি নিজেকে নিয়োজিত করতে পারবেন বলে প্রত্যাশা করছি। তাকে দেখে আসতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করি।
জামায়াত আমির আরও বলেন, আল্লাহতালার হাতে সব কিছুই আছে, তিনি জীবিতকে ধরে নিয়ে যেতে পারেন। আবার মরার মধ্যে জান দিতে পারেন। উনি আলহামদুলিল্লাহ যেহেতু সারভাইব করছেন, আমরা আশা রাখি- দোয়া করি উনি সুস্থ হয়ে উঠবেন ইনশাল্লাহ।
বিএনপি চেয়ারপার্সনের জন্য সবার কাছে দোয়া চেয়ে তিনি বলেন, আমি দুই চোখে একটু দেখে আসতে পেরেছি, এটা আমার সান্ত্বনা। আবারও আল্লাহতালার কাছে দোয়া করি তিনি যেন তাকে ক্ষমা করে তার ওপর রহম করুন, তার ওপর সুস্থতার নেয়ামত দান করুন।
উল্লেখ্য, গত রবিবার (২৩ নভেম্বর) এভারকেয়ার হাসপাতালে যান বেগম খালেদা জিয়া। সেদিন রাতে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে ভর্তি রাখা হয়। সেই থেকে তিনি সেখানে চিকিৎসাধীন। ২৭ নভেম্বর তার অবস্থা সংকটাপন্ন হলে সিসিইউতে নিয়ে তাকে নিবিড় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।


















