সোমবার , ১ ডিসেম্বর ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

খালেদা জিয়ার অবস্থা খুবই ক্রিটিক্যাল

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ১, ২০২৫ ৩:০৫ অপরাহ্ণ

বিএনপির চেয়ারপারসান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবন আবারও সঙ্কটাপন্ন। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) দুপুর দুইটার দিকে এ তথ্য জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাড. আহমেদ আজম খান।

তিনি জানান, রোববার দিবাগত রাত দুইটার পর থেকেই খালেদা জিয়া ভেন্টিলেশনে আছেন।

এদিকে, সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বেগম জিয়াকে সুস্থ্য করে তুলতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন দেশি-বিদেশি চিকিৎসকরা।

তবে সর্বশেষ পরিস্থিতি নিয়ে এখনও তথ্য জানায়নি তার চিকিৎসায় গঠিক মেডিক্যাল বোর্ড।

লিভারের জটিলতা, কিডনির কার্যকারিতা কমে যাওয়াসহ বেশকিছু সমস্যায় আক্রান্ত হওয়ায় সঙ্কটাপন্ন অবস্থায় গত রোববার (২৩ নভেম্বর) হাসপাতালে ভর্তি করা হয় বেগম খালেদা জিয়াকে। এই অবস্থায় তাকে দেখতে স্বল্প পরিসরে হলেও হাসপাতালের সামনে সামনে এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা। উদ্দেশ্য, এক নজর কেবল নেত্রীকে দেখা আর তার স্বাস্থ্যের খবর নেওয়া।

সর্বশেষ - আইন-আদালত