বৃহস্পতিবার , ২৭ জুন ২০২৪ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

খালেদা জিয়ার মুক্ত হলে দেশ জালিম শাসন থেকে মুক্তি পাবে: ফখরুল

প্রতিবেদক
Newsdesk
জুন ২৭, ২০২৪ ১:৩৯ অপরাহ্ণ

ভারত দেশকে পুরোপুরি জিম্মি করে নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নারী ও শিশু ফোরাম আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন মির্জা ফখরুল।

বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নারী ও শিশু অধিকার ফোরামের আয়োজিত হয় এই মানববন্ধন। নয়াপল্টন কার্যালয়ে সামনের মানববন্ধন থেকে নিঃশর্তভাবে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানান বিএনপির সিনিয়র নেতারা।

মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়ার মুক্ত হলেই জালিম শাসন থেকে দেশ ও জনগণ মুক্তি পাবে।

বাংলাদেশের অস্তিত্ব আজ বিপন্ন হবার পথে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, প্রতিদিন ভারত সীমান্তে বাংলাদেশীদের হত্যা করা হলেও এসব বিষয়ে কোন কথাই বলেননি প্রধানমন্ত্রী। এসময় জনগণের স্বার্থের বাইরে কাজ না করতে সরকারের প্রতি আহবান জানান ফখরুল।

ফ্যাসিবাদের আগ্রাসনের শিকার হয়ে খালেদা জিয়া প্রতিদিন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন দাবি করে বিএনপি চেয়ারপারসনের মুক্তির আন্দোলন সারাদেশে ছড়িয়ে দেয়ার আহবান জানান বিএনপি মহাসচিব।

সর্বশেষ - আইন-আদালত