শনিবার , ২২ মার্চ ২০২৫ | ১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

খেলাফত মজলিসের সাথে  জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক চলছে

প্রতিবেদক
Newsdesk
মার্চ ২২, ২০২৫ ১২:০৮ অপরাহ্ণ

জাতীয় ঐকমত্য কমিশনের সাথে সংলাপে বসেছে খেলাফত মজলিস ও লেবার পার্টি। শনিবার (২২ মার্চ) সকালে সংসদ ভবনের এলডি হলে এই বৈঠক শুরু হয়।

বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রিয়াজ আলাপ আলোচনার মধ্য দিয়ে ঐকমত্যে পৌঁছানোর আশা প্রকাশ করেন।

এর আগে, বৃহস্পতিবার থেকে সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশন সংলাপ শুরু করে। প্রথমদিন, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) সাথে বৈঠক করেছে তারা। পর্যায়ক্রমে অন্য দলগুলোর সাথেও আলোচনায় বসার কথা আছে কমিশনের।

সেই বৈঠকে এলডিপির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। দলটি জানায় সংস্কার ইস্যুতে ঐকমত্য কমিশনের ১৬৬ সুপারিশের মধ্যে ১২০টিতেই একমত তারা। ৪২টিতে তারা সম্মত নয়।

অলি আহমেদ বলেছিলেন, নির্বাচন কমিশন সংস্কারে যে সুপারিশ করা হয়েছে তা খুবই দুর্বল। মাঠ প্রশাসন নিরপেক্ষ না হলে নির্বাচন কখনোই সুষ্ঠু হবে না।

সর্বশেষ - রাজনীতি