ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বচনে গণঅভ্যুত্থানের অংশীদারদের সংসদে থাকা উচিত বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র-শিক্ষকদের যে মেলবন্ধন তৈরি হয়েছে তা অটুট রাখতে চায় এনসিপি। জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করেই নির্বাচনের দিকে আগাতে চায় তরুণদের দল এনসিপি। নোট অব ডিসেন্ট ছাড়াই ড. মুহাম্মদ ইউনুসকে জুলাই সনদের আদেশ জারির কথাও বলেন তিনি।
শুক্রবার (৭ নভেম্বর) সকালে বাংলা একাডেমিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নতুন সংগঠন ‘ইউনিভার্সিটি টিচার্স ফোরাম’র সভায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, দেশের বেকারত্ব সমস্যাকে দূর করতে হলে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। অভ্যুত্থানের পরে সুযোগ থাকলেও অন্তর্বর্তী সরকার শিক্ষা ব্যবস্থাকে নতুন করে সাজাতে ব্যর্থ হয়েছে।
দেশে ফ্যাসিবাদী কাঠামো এখনও রয়ে গেছে মন্তব্য করে তিনি বলেন, ব্যক্তি ও সমাজের চিন্তার পরিবর্তন ছাড়া ফ্যাসিবাদ বিলোপ সম্ভব নয়।
নাহিদ বলেন, নোট অফ ডিসেন্ট ছাড়াই ড. মুহাম্মদ ইউনূস আদেশ জারি করে জুলাই সনদ বাস্তবায়ন করলে নির্বাচনের দিকে যাবে এনসিপি।
গণঅভ্যুত্থানের সময় অর্থনৈতিক সঙ্কটের সবচেয়ে বড় ভুক্তভোগী তরুণেরা। সব রাজনৈতিক দল বেকারত্ব দূরের কথা বললেও কোনো প্রক্রিয়ায় তা হবে সেটা জানায় না। এক্ষেত্রে এনসিপি তাদের নির্বাচনী ইশতেহারে তা তুলে ধরবে, যোগ করেন নাহিদ।


















