মঙ্গলবার , ২০ জানুয়ারি ২০২৬ | ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

গণভোটে ‘না’ দেওয়ার আহ্বান জিএম কাদেরের

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ২০, ২০২৬ ১০:২৭ অপরাহ্ণ

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, এই গণভোট প্রত্যাখ্যান করবে। ‘আমরা নিজেরা “না” ভোট দেবো এবং দেশের স্বার্থে, জনগণের স্বার্থে সবাইকে “না” ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবো।’

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।তিনি মনে করেন, গণভোটের এই প্রক্রিয়া বাস্তবায়িত হলে দেশ চরম অনিশ্চয়তার দিকে এগিয়ে যাবে।

জিএম কাদের বলেন, ‘বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সাংবিধানিক সরকার হিসেবে শপথ গ্রহণ করেছে। শপথের সময় তারা সংবিধান সংরক্ষণ, সমর্থন ও নিরাপত্তা দেওয়ার অঙ্গীকার করেছেন। অথচ সংবিধান অনুযায়ী, সংবিধান সংশোধনের মতো জটিল বিষয় গণভোটের মাধ্যমে করার কোনো বিধান নেই। এটি কেবল নির্বাচিত সংসদই নির্ধারিত প্রক্রিয়ায় সম্পন্ন করতে পারে।’

সংবিধান সংস্কারের প্রস্তাবিত বিষয়গুলোকে অত্যন্ত জটিল উল্লেখ করে জাপা চেয়ারম্যান বলেন, ‘এত গভীর ও জটিল একটি বিষয় সাধারণ মানুষের কাছে ‘হ্যাঁ’ বা ‘না’ প্রশ্নে উপস্থাপন করা অবাস্তব। বিশেষ করে গ্রাম পর্যায়ের সাধারণ মানুষের কাছে এ ধরনের বিষয় এভাবে উপস্থাপন করা অদ্ভুত ও অযৌক্তিক। যারা এই প্রস্তাব দিয়েছে, তারা বিষয়টি আদৌ বুঝে করেছে কি না, তা নিয়েও আমার সন্দেহ রয়েছে।’

প্রস্তাবিত সংশোধনীগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘প্রধান নির্বাহী বা প্রধানমন্ত্রীকে কার্যত কোনো ক্ষমতা না দিয়ে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়। স্বৈরাচার রোধের নামে যদি ক্ষমতাহীন সরকার তৈরি করা হয়, তবে দেশ অচল হয়ে যাবে।

ক্ষমতার ভারসাম্য প্রসঙ্গে জিএম কাদের আরও বলেন, ‘ক্ষমতার লাগাম টানতে হবে জবাবদিহিতার মাধ্যমে। কিন্তু সম্পূর্ণভাবে ক্ষমতা কেড়ে নিলে কোনো সরকারই দায়িত্ব পালন করতে পারবে না। এতে রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট হবে, সরকার কয়েক দিনের বেশি টিকবে না এবং দেশ ধ্বংসের পথে এগিয়ে যাবে।’

সংস্কার প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলোর উপেক্ষা করার অভিযোগ তুলে তিনি বলেন, ‘জাতীয় পার্টির মতো দলের দীর্ঘ সংসদীয় ও সাংবিধানিক অভিজ্ঞতা থাকা সত্ত্বেও তাদের কোনো মতামত নেওয়া হয়নি।’ আইনের শাসন ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষার স্বার্থে অবিলম্বে এই গণভোট বাতিল করা উচিত।

সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী, দলের প্রেসিডিয়াম সদস্যসহ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন-আদালত