শুক্রবার , ১৪ নভেম্বর ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

গণভোট-নির্বাচন একই দিন গুরুত্বহীন : ড. তাহের

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ১৪, ২০২৫ ১:০৬ অপরাহ্ণ

আন্দোলনরত আট দল সরকারের প্রধান উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্যকে দেশে ‘হতাশা সৃষ্টিকারী’ হিসেবে দেখেছেন। তাদের অভিযোগ, সরকার সংস্কার কমিশনের সুপারিশ অগ্রাহ্য করে একপক্ষের স্বার্থে সিদ্ধান্ত গ্রহণ করছে। বিশেষ করে জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের ঘোষণাটি সমালোচিত হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) সকালে মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত আট দলের যৌথ সংবাদ সম্মেলনে ড. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, “জাতি ভেবেছিল সরকার কমিশনের সুপারিশ অনুযায়ী কাজ করবে, কিন্তু গুরুত্বপূর্ণ অংশ বাদ দিয়ে একটি দলের আপত্তি মেনে বড় ধরনের কম্প্রোমাইজ করা হয়েছে।”

সংস্কার কমিশন সব উপাদান একসাথে গণভোটে নেওয়ার সুপারিশ করেছিল। কিন্তু প্রধান উপদেষ্টা তা চার ভাগে ভাগ করেছেন। ড. তাহের বলেন, “এতে ভোটারদের জন্য বিষয়গুলো জটিল হবে এবং সিদ্ধান্ত নেওয়া কঠিন হবে। এটি একটি রাজনৈতিক কৌশল।”

সবচেয়ে বেশি সমালোচনা এসেছে জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের বিষয়ে। তিনি বলেন, “একদিনে হলে দলগুলো নির্বাচনী প্রচারণায় ব্যস্ত থাকবে, ফলে গণভোটে ভোট কম পড়বে এবং পরে জনগণ বলে দেবে-সংস্কার চাওয়ার কোনো আগ্রহ নেই। এটি আসল ফাঁদ।”

ড. তাহের অভিযোগ করেছেন, সরকার নিরপেক্ষ অবস্থানে নেই এবং প্রশাসনে নির্দিষ্ট দলের লোক বসানো হচ্ছে। তিনি উল্লেখ করেন, “কমপক্ষে তিনজন উপদেষ্টা অপসরণ ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।”

ড. তাহের সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে বলেন, “অন্তত সাংবিধানিক আদেশের মাধ্যমে সংস্কার বাস্তবায়নের কথা বলা হয়েছে, যা আট দলের দীর্ঘদিনের দাবি।”

সর্বশেষ - আইন-আদালত