আগামী দিনে চাঁদাবাজ, দুর্নীতিবাজদের বিরুদ্ধে বড় আন্দোলন আসছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, দুর্নীতি যারা করবে, তাদের কোনো ছাড় নাই। সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন হলে মানুষ মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার (১১ জুলাই) যশোর পদযাত্রা শেষে জজ কোর্ট এলাকায় এক পথসভায় তিনি এসব কথা বলেন।
একটি রাজনৈতিক দল আমাদের ‘কোটি কোটি মানুষের কথা বলে’ উল্লেখ করে নাহিদ বলেন, আমাদের কোটি কোটি মানুষ দেখাবেন না। ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা ১০ জন আন্দোলন শুরু করেছি, পরে আবাবিল পাখির মতো মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। সুতরাং ন্যায়, ইনসাফের সঙ্গে থাকলে মানুষ পাশে থাকবে।
বিচার, সংস্কার ছাড়া নির্বাচন বাংলার মানুষ মেনে নেবে না মন্তব্য করে তিনি বলেন, আমরা স্বাধীনতা এনেছি, আমরা সংস্কারও আনবো।
নাহিদ বলেন, আমরা চাই আমলা, পুলিশ কোনো দলের দাসত্ব করবে না। বাংলাদেশের সেনাবাহিনী দেশের সার্বভৌমত্বের পক্ষে কথা বলবে। একই সঙ্গে ডিজিএফআইয়ের অফিসাররা গুমে জড়িত হোক, তা আমরা চাই না।
পথসভায় নির্বাচন কমিশনে (ইসি) নিরপেক্ষ নিয়োগের দাবি করেন নাহিদ। বলেন, কিন্তু ইসি, দুদকের মতো প্রতিষ্ঠানে আগের মতোই নিয়োগ হচ্ছে। ইসি জনগণের পক্ষে না থাকলে এদেশের ভবিষ্যৎ অন্ধকার। তবে এনসিপি জনগণকে অন্ধকারে যেতে দেবে না। আমরা জনগণকে সঙ্গে নিয়ে বাংলাদেশপন্থি রাজনীতি করতে চাই।
এসময় দলের সদস্য সচিব আখতার হোসেন বলেন, সংস্কার আদায়ে প্রয়োজনে রাজপথে নামবেন। এনসিপিকে সুপরিকল্পিতভাবে নির্বাচন বিরোধী দল হিসেবে পরিচিত করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
দলটির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, চাঁদাবাজির বিরুদ্ধে ও সংস্কারের পক্ষে কথা বললে একটি রাজনৈতিক দল কষ্ট পায়।
তিনি বলেন, সংস্কারে যদি কেউ বাঁধা দেয়, তাহলে ধরে নেবো তারা আওয়ামী লীগের পাহারাদার হিসেবে কাজ করছে। এনসিপিকে সুপরিকল্পিতভাবে নির্বাচন বিরোধী বানিয়ে দেওয়া হচ্ছে। আমরা বিচার, সংস্কার ও নির্বাচন তিনটিই চাই। যারা শুধু একটা চায়, তাদের দুরভিসন্ধি রয়েছে।



















