বৃহস্পতিবার , ২৯ মে ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

জনগণের আকাঙ্ক্ষা উপলব্ধি করতে সরকার ব্যর্থ: তারেক রহমান

প্রতিবেদক
Newsdesk
মে ২৯, ২০২৫ ৭:৫৪ অপরাহ্ণ

জনগনের আকাঙ্খা উপলগ্ধি করতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হচ্ছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অনেক উপদেষ্টাই জনগণের দুঃখ-দুর্দশা সম্পর্কে ওয়াকিবহাল নয়।

বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অনলাইনে যুক্ত হয়ে এ মন্তব্য করেন তিনি।

তারেক রহমান বলেন, গত ১০ মাসেও নির্বাচনের তারিখ দিতে পারেনি অন্তর্বর্তী সরকার। এ কারণে দেশে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। যে কারণে অর্থনীতি, বিশেষ করে বিনিয়োগ বাড়ছে না। কলকারখানা বন্ধের উপক্রম হয়েছে। ব্যবসায়ীরা কথা বলার সুযোগ পাচ্ছে না।

সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর কোনো আপত্তি নেই। কিন্তু সময়ক্ষেপণ নিয়ে রাজনৈতিক দলসহ সবার আপত্তি আছে। সংস্কার শেষে যদি ইতিবাচক হয় সরকার তবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেয়া যেতে পারে, বিএনপি সেই দাবি জানিয়েছে। তবে সংস্কার বিষয়ে সবাই একমত হলে ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, অবিলম্বে দ্রুত নির্বাচনের তারিখ ও দিনক্ষণ ঘোষণা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। এখানে সরকারের হারা বা জেতার কোনো ইস্যু নেই।

সর্বশেষ - আইন-আদালত