বৃহস্পতিবার , ৩০ অক্টোবর ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

জাতীয় নির্বাচনের আগে গণভোট জরুরি: জামায়াত

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ৩০, ২০২৫ ৩:০৫ অপরাহ্ণ

নির্বাচন কমিশনের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম জোর দিয়ে বলেছেন, জুলাই জাতীয় সনদ অনুযায়ী আগামী নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন করা অপরিহার্য। জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে পুরো নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে বলে তিনি মনে করেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে সিইসির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি জানান, ২৫টি রাজনৈতিক দল মিলে ‘জুলাই জাতীয় সনদে’ স্বাক্ষর করেছে এবং সনদ অনুযায়ী দ্রুত গণভোট আয়োজনের দাবি জানিয়েছে।

মাওলানা আব্দুল হালিম আরও স্পষ্ট করেন, জাতীয় নির্বাচন ও গণভোট একদিনে হওয়া উচিত নয়। নভেম্বরের মধ্যেই গণভোট শেষ করতে হবে।

তিনি জানান, সংসদের সংশোধিত আরপিও (জনপ্রতিনিধিত্ব আদেশ) নিয়ে কিছু দল সংশোধনী আনার দাবি করেছে। জামায়াতের অবস্থান হলো, আরপিও হুবহু বহাল রাখা উচিত।

নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আট দলের এক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে স্মারকলিপি দেওয়ার পর পরিস্থিতি পর্যবেক্ষণ করে আগামী ৩ নভেম্বর নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

মাওলানা আব্দুল হালিম আরও উল্লেখ করেন, যারা জুলাই চেতনার বিপরীতে কাজ করবে, তারা জনগণের কাছে নিগৃহীত হবে। তাই গণভোট আগে না হলে জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে যাবে।

সর্বশেষ - আইন-আদালত