জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিয়ে একটি পক্ষ কেনো পরিস্থিতি ঘোলাটে করতে চাইছে সেটি বোধগম্য নয়। পলাতক স্বৈরাচারের পুনর্বাসন হবে স্থানীয় সরকার নির্বাচনে। তাই আগে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা থেকে সরে আসার আহবান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার পর জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে দলটির বর্ধিত সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ আহবান জানান।
এসময় তারেক রহমান বলেন, ৩১ দফা নিয়ে কর্মশালা চালাচ্ছে বিএনপি। দফা ৩১ হলেও চূড়ান্ত লক্ষ্য একটি, নিরাপদ গণতান্ত্রিক দেশ নির্মাণ।
দেশের বর্তমান অবস্থায় আগে জাতীয় নির্বাচন দেয়ার দাবি তারেক রহমানের। তিনি জানান, ৩১ দফাই শেষ নয়, প্রয়োজনে এটি সংযোজন বিয়োজন হবে। বলেন, নির্বাচন নিয়ে কোনো কোনো উপদেষ্টার বক্তব্যে হতাশা তৈরি হচ্ছে। সরকার কর্মপরিকল্পনা নির্ধারণ করতে পারছে না।
তারেক রহমান বলেন, সম্প্রতি বেশ কয়েকটা নতুন দলের আত্মপ্রকাশ ঘটেছে। গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে আমরা সবাইকে স্বাগত জানাই। আশা করবো, গণতান্ত্রিক রীতি রেওয়াজ মেনে তারা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে। তাদের এই কর্মকাণ্ডকে আমরা সব সময় ইতিবাচক হিসেবে নেব।
তিনি বলেন, কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি, বর্তমান অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনে সংশয়-সন্দেহ তৈরি হয়েছে। আমরা বিএনপির পক্ষ থেকে বর্তমান সরকারকে অনুরোধ করবো, তারা যেন তাদের নিরপেক্ষতা বজায় রাখে।
বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই উল্লেখ করে তারেক রহমান বলেন, এদের মোকাবিলা করে কীভাবে দলকে শক্তিশালী করা যায় সেদিকে খেয়াল রাখতে হবে।
তারেক রহমান বলেন, বিএনপি অনেক বড় দল, মতবিরোধ থাকতে পারে, তবে ঐক্যই বিজয় এনে দেবে। এজন্য যে কোনো সমালোচনা যেন দলের ক্ষতির কারণ না হয়।