জাতীয় পার্টি জাপার আনিসুল হক ও হাওলাদারপন্থী অংশ এবং জাতীয় পার্টি-জেপির নেতৃত্বে নতুন একটি রাজনৈতিক জোট গঠিত হয়েছে।
এই ১৮ দলীয় জোটের নাম রাখা হয়েছে ‘জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)’।
সোমবার রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে এই জোটের ঘোষণা দেওয়া হয়।
ঘোষণা অনুষ্ঠানে জাতীয় পার্টির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
দলের পক্ষ থেকে দেওয়া তালিকায় দেখা গেছে, জোটে অংশ নেওয়া দলগুলোর মধ্যে রয়েছে— জনতা পার্টি বাংলাদেশ, গণফ্রন্ট, তৃণমূল বিএনপি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম), বাংলাদেশ মুসলিম লীগ, জাতীয় ইসলামিক মহাজোট, জাতীয় সংস্কার জোট, বাংলাদেশ লেবার পার্টি, স্বাধীন পার্টি,
জাতীয় স্বাধীনতা পার্টি, বাংলাদেশ মানবাধিকার পার্টি, বাংলাদেশ সার্বজনীন দল, বাংলাদেশ জনকল্যাণ পার্টি, অ্যাপ্লায়েড ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন, ডেমোক্রেটিক পার্টি এবং
বাংলাদেশ জাতীয় লীগ।


















