বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমানের হার্টের সার্জারি ভালোভাবে শেষ হয়েছে।
শনিবার (২ আগস্ট) সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তার অপারেশন হয়।
দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের জানান, এদিন সকাল সাড়ে আটটায় অপারেশন শুরু হয়।
ইউনাইটেড হাসপাতালের সার্জন ডা. জাহাঙ্গীর কবীর জানান, শফিকুর রহমান বাংলাদেশের ডাক্তারদের কাছেই অপারশনের ওপর ভরসা রেখেছিলেন।
অপারেশন ভালো হয়েছে উল্লেখ করে ডা. জাহাঙ্গীর জানান, শফিকুর রহমানের চারটি বাইপাস করা হয়েছে। তিনি সাত দিনের মধ্যে বাসায় যেতে পারবেন। বর্তমানে তিনি আইসিইউতে। এখানে আরও দুই দিন থাকতে হতে পারে। আশাকরি, উনি তিন সপ্তাহের মধ্যেই রাজনীতির মাঠে যেতে পারবেন।
গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জামায়াতের জাতীয় সমাবেশে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডা. শফিকুর রহমান। পরে তাৎক্ষণিকভাবে একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা সেদিনের প্রাথমিক পরীক্ষায় বড় কোনো জটিলতা পাননি, তবে ধারণা করেছিলেন তিনি ডিহাইড্রেশনে ভুগেছেন।
এরপর ৩০ জুলাই ইউনাইটেড হাসপাতালে এনজিওগ্রামের পর তার হার্টে চারটি ব্লক ধরা পড়ে।

















