শনিবার , ৩০ আগস্ট ২০২৫ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

জিএম কাদেরের বাসভবনে নিরাপত্তা জোরদার

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ৩০, ২০২৫ ৬:২৪ অপরাহ্ণ

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মুহাম্মদ কাদেরের উত্তরার বাসভবনে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (৩০ আগস্ট) সকাল থেকে বাসভবনের আশপাশে একদল লোক জিএম কাদেরকে ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে বিচার দাবি করে স্লোগান দিতে থাকে।

জিএম কাদেরের স্ত্রী ও পার্টির উপদেষ্টা শেরিফা কাদের  জানান, “সকাল থেকে আমাদের বাসভবনের আশপাশে বিভিন্ন ধরনের মানুষ জড়ো হচ্ছে। সংশ্লিষ্ট থানার পক্ষ থেকে নিরাপত্তা বাড়ানো হয়েছে। প্রশাসনের নির্দেশে আমাদের বাসায় কোনো অননুমোদিত লোক ঢুকতে পারছে না।”

এর আগে শুক্রবার রাতেও গণঅধিকার পরিষদ ‘আওয়ামী লীগের দোসর’ হিসেবে জাপা নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছিল। মিছিলটি জাপা কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় গণঅধিকার পরিষদ ও জাপার নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পরে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর হামলায় গুরুতর আহত হন এবং বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সর্বশেষ - আইন-আদালত