জুলাই আন্দোলনের যারা মারা গেছে তারা একজনও কোটা আন্দোলনের নেতা না উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেন, বিএনপি দীর্ঘ ১৭ বছর ধরে জুলাই আন্দোলনের পটভূমি নির্মাণ করেছে। পরে কোটা আন্দোলন ধীরে ধীরে এক দফায় পরিণত হয়েছে। অথচ অনেকে এখন এর কৃতিত্বের দাবি করে। যারা দীর্ঘদিন ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলে নাই, তারাই এখন বড় বড় নেতা সেজে কথা বলছে। জুলাই আন্দোলনের কৃতিত্ব হাইজ্যাক করার চেষ্টা চলছে ।
শনিবার (২ আগস্ট) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি কয়েকটি রাজনৈতিক দলের নির্বাচনে পিআর পদ্ধতি নিয়ে আলোচনার সমালোচনা করে হাফিজ আহমেদ বলেন, এখন অনেক দলের নেতারা পিআর নির্বাচনকে অনেক গুরুত্ব দিয়ে দেখে। কিন্তু তারা একবারও ভেবে দেখেনা পিআর নির্বাচনের জন্য কেউ জুলাইতে জীবন দেয়নি।
তিনি বলেন, এখন সংবিধান সংশোধন নিয়ে সরকার খুব ব্যস্ত। অথচ পৃথিবীর ইতিহাসে কোথাও নাই যে, অনির্বাচিত সরকার সংবিধান সংশোধন করেছে।
সভায় আরেক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, বিএনপি সব সময় একটি ইনক্লুসিভ রাষ্ট্রব্যবস্থায় বিশ্বাস করে। ক্ষমতায় এলে আগামীতে বিএনপির ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করা হবে।
তিনি বলেন, বিএনপি দীর্ঘ সাড়ে ১৫ বছর যে গণ আন্দোলন শুরু করেছিল সেটা পরিপূর্ণতা লাভ করে গত বছর জুলাই আন্দোলনের মধ্যমে। এখন দেশে ও দেশের বাইরে অনেকেই জুলাই আন্দোলনের ঐক্যকে বিতর্কিত করার চেষ্টা করছে।
নির্বাচনকে যারা পিছিয়ে দেওয়া স্বপ্ন দেখছে, তাদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে বলেও মন্তব্য করেন তিনি।


















