বুধবার , ৬ আগস্ট ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

জুলাই ঘোষণাপত্রে পরিপূর্ণতার অভাব: আখতার হোসেন

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ৬, ২০২৫ ৩:১৯ অপরাহ্ণ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, জুলাই ঘোষণাপত্র পাঠের উদ্যোগকে স্বাগত জানাই। তবে জুলাই ঘোষণাপত্রটির মধ্যে কিছু বিষয় বাদ রয়ে গেছে, তাই এটা পরিপূর্ণতা পায়নি। ঘোষণাপত্রের আরও পরিপূর্ণতা পাওয়ার জন্য আমরা কিছু বিষয়ে সরকারের কাছে আবেদন করেছিলাম তবে সেগুলো অন্তর্ভুক্ত করা হয়নি‌।

বুধবার (৬ আগস্ট) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জুলাই ঘোষণাপত্র ও প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এ কথা বলেন।

আখতার হোসেন বলেন, জুলাই ঘোষণাপত্রে ৪৭ কে উল্লেখ করা হয়নি। শহীদের সংখ্যা কম দেখানো হয়েছে। প্রায় এক হাজার বলা হয়েছে। তবে জাতিসংঘের রিপোর্ট এই ১৪০০ এর উপরে আছে। সরকার প্রকৃত নিহতের সংখ্যা সরকার নির্ণয় করতে ব্যর্থ হয়েছে। এটা ঘোষণাপত্রের মাধ্যমে প্রকাশ পায়।

এনসিপি নেতা বলেন, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন, মোদি-বিরোধী আন্দোলন ও ভ্যাট কমানোর আন্দোলনের মতো গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর সুনির্দিষ্ট উল্লেখ করা উচিত ছিল বলে আমরা মনে করি।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ‘৩৬ জুলাই উদ্‌যাপন’ শীর্ষক অনুষ্ঠানে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। জুলাই ঘোষণাপত্র হলো ২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থানের একটি দলিল, যার মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়।

সর্বশেষ - আইন-আদালত