শনিবার , ২৫ অক্টোবর ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

জুলাই সনদ বাস্তবায়নে ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় এনসিপি

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ২৫, ২০২৫ ১০:৫৪ পূর্বাহ্ণ

জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি ও প্রক্রিয়া জানতে ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (২৫ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর এমপি হোস্টেলের এক নম্বর ব্লকে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে এই আলোচনা শুরু হয়েছে।

আলোচনায় সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে সারোয়ার তুষার, জাবেদ রাসিন, খালেদ সাইফুল্লাহ, জহিরুল ইসলাম মুসা উপস্থিত রয়েছেন।

এনসিপির একটি সূত্র জানিয়েছে, জুলাই জাতীয় সনদ কীভাবে বাস্তবায়ন হবে, এর আইনি ভিত্তি কী হবে ও গণভোটে কী কী প্রশ্ন থাকবে এসব জানতে সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের এনসিপি প্রতিনিধি দল ঐকমত্য কমিশনের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন। আলোচনা তারা জানতে চাইবেন সনদের বাস্তবায়ন পদ্ধতি ও প্রক্রিয়া।

কমিশন সূত্র জানিয়েছে, কমিশনের পক্ষ থেকে দলটির প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে সনদে সইয়ের বিষয়ে অগ্রগতি নিয়ে আলোচনা হবে।

এর আগে গেল ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদের স্বাক্ষর অনুষ্ঠান হলেও সনদ বাস্তবায়নে পদ্ধতি ও প্রক্রিয়া সুনির্দিষ্ট করে উল্লেখ না করায় অংশ নেয়নি এনসিপি।

সনদের এসব দিক উল্লেখ করে ৩১ অক্টোবরের মধ্যে সরকারকে সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়ার কথা রয়েছে কমিশনের। এ পর্যন্ত সনদে সই করেছে নিবন্ধিত ও অনিবন্ধিত ২৫টি দল।

সর্বশেষ - আইন-আদালত