ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি মো. নুরুল হক নুর বলেছেন, দেশের পূর্ববর্তী নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল নৌকা ও ধানের শীষ। তবে এইবার পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে নৌকা বা ধানের শীষ নেই। তিনি উল্লেখ করেন, ট্রাকই এখন নৌকা এবং ধানের শীষের প্রতিনিধি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নুরুল হক নুর প্রথম নির্বাচনি জনসভায় এসব কথা বলেন। তিনি জানান, “আমরা বিএনপির সঙ্গে সমঝোতা করেছি। এক চরম প্রতিকূল পরিস্থিতিতে একটি বড় ধরনের ঝুঁকি নিয়ে এই নির্বাচনে অংশ নিচ্ছি। ঝুঁকিটা হলো, আমাদের সমর্থন দেওয়া বিএনপির দলের কেউ দলীয় সিদ্ধান্ত না মেনে নিজের অফিস খোলার মাধ্যমে খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ব্যবহার করছেন। এটি দলের নেতৃবৃন্দের নজরে আসবে এবং তারা কীভাবে এ ধরনের পরিস্থিতি প্রতিরোধ করবেন তা বিবেচনা করবেন।”
নুরুল হক নুর আজ দুপুরে সদর ইউনিয়নের কালিকাপুর নূরিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার মাঠ থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন। সভায় গণঅধিকার পরিষদের সদর ইউনিয়নের সভাপতি মো. ফারুক খলিফা সভাপতিত্ব করেন।
সভায় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান, কেন্দ্রীয় কমিটির যুবদলের সাবেক সহ-সভাপতি ইকতিয়ার রহমান কবির, জেলা বিএনপি সাবেক সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সোবহান মিয়া, গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক সোহেব মাস্টার, এবং সংগঠনের সদস্য সচিব মো. জাকির মুন্সী প্রমুখ।
নুরুল হক নুর নির্বাচনী প্রচারণায় বিএনপির সাথে সমঝোতা ও সমর্থনের বিষয়টি পুনর্বার তুলে ধরে বলেন, জনগণ এখন নতুন প্রতিনিধির মাধ্যমে ট্রাককে নৌকা ও ধানের শীষের ধারক হিসেবে বেছে নেবে। তিনি আশা প্রকাশ করেন, স্থানীয় জনগণ তাঁর দিকে ভরসা রাখবেন এবং শান্তিপূর্ণভাবে নির্বাচনে অংশগ্রহণ করবেন।
তিনি আরও বলেন, “আমরা জনগণের জন্য কাজ করতে চাই। এ নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে আমরা গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখব।”
নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় নেতারা এবং সমর্থকরা সভায় উপস্থিত হয়ে নুরুল হক নুরকে সমর্থন জানান।


















