বুধবার , ২১ জানুয়ারি ২০২৬ | ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

ঢাকা-১৩: ধানের শীষ পেলেন ববি হাজ্জাজ, রিকশা পেলেন মামুনুল

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ২১, ২০২৬ ৩:৪৫ অপরাহ্ণ

ঢাকা-১৩ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ কার্যক্রম সম্পন্ন হয়েছে। বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ পেয়েছেন ‘ধানের শীষ’ প্রতীক, আর বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মো. মামুনুল হক পেয়েছেন ‘রিকশা’ প্রতীক।

বুধবার (২১ জানুয়ারি) নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আঞ্চলিক রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় শেষ হয়েছে। প্রতীক হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারণায় অংশগ্রহণ করতে পারবেন। ববি হাজ্জাজ এবং মামুনুল হকসহ অন্যান্য প্রার্থীরা আগামী বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন।

প্রতীক বরাদ্দের মাধ্যমে ভোটারদের কাছে প্রার্থীদের পরিচয় আরও স্পষ্টভাবে পৌঁছে দেয়ার লক্ষ্য রাখা হয়েছে। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, সকল প্রার্থীকে আইনানুগভাবে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

এই ধারা বজায় রেখে ঢাকা-১৩ আসনের ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করবেন।

সর্বশেষ - আইন-আদালত