নির্বাচনী প্রচারণায় দলীয় পরিচয়ে হামলার ঘটনাকে ‘দমন-পীড়নের বার্তা’ হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহ। তিনি অভিযোগ করেছেন, ঢাকা-১৮ আসনে এনসিপি মনোনীত প্রার্থীর ওপর হামলার ঘটনাটি মূলত কেন্দ্র দখলের একটি ‘প্র্যাকটিস ম্যাচ’। এ ধরনের পরিস্থিতি অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমাদের প্রার্থী আদিব ভাইয়ের ওপর যেভাবে হামলা হয়েছে এবং নির্বাচনী প্রচারণাকালে বিএনপির দলীয় পরিচয়ে আমাদের কার্যক্রমে আক্রমণ চালানো হচ্ছে, তা পুরো নির্বাচনী প্রক্রিয়ায় নেতিবাচক বার্তা দিচ্ছে। এটি সাধারণ ভোটার ও প্রতিপক্ষকে ভয়ভীতি দেখানোর একটি কৌশল।’
নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, আজকের ঘটনা দেখে মনে হচ্ছে কেন্দ্র দখলের যে প্রবণতা থাকে, তারই একটি মহড়া শুরু হয়েছে। বিভিন্ন সময়ে ব্যালট সংক্রান্ত দায়িত্বজ্ঞানহীন বক্তব্যও শোনা যাচ্ছে, যা সুষ্ঠু নির্বাচনের অন্তরায়।
পুলিশ প্রশাসন ও নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে তিনি আরও বলেন, প্রতিপক্ষের কর্মীদের হয়রানি এবং জামায়াতের নারী কর্মীদের পুলিশে ধরিয়ে দেওয়ার মতো উস্কানিমূলক বক্তব্য উদ্বেগজনক। এভাবে প্রচার কার্যক্রম বাধাগ্রস্ত হলে নির্বাচন কতটা অবাধ ও অংশগ্রহণমূলক হবে, তা নিয়ে বড় প্রশ্ন তৈরি হয়। এটি এখন নির্বাচন কমিশনের জন্য একটি বড় পরীক্ষা।


















