শনিবার , ১০ জানুয়ারি ২০২৬ | ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

তারেক রহমানকে জিএম কাদেরের শু‌ভেচ্ছা ও অ‌ভিনন্দন

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ১০, ২০২৬ ১১:১০ অপরাহ্ণ

তারেক রহমান বিএনপি’র চেয়ারম্যান হিসাবে দ্বা‌য়িত্ব গ্রহণ করায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

গতকাল (৯ জানুয়ারি) রাতে বিএনপির এক সভায় দলের গঠনতন্ত্র অনুযায়ী মরহুমা খালেদা জিয়ার মৃত্যুতে শূন্য হওয়া দলের চেয়ারম্যান পদে তারেক রহমান স্থলাভিষিক্ত হন।

শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান আশা প্রকাশ করে বলেন, তিনি তাঁর মেধা, যোগ‌্যতা ও অতীত অভিজ্ঞতা প্রয়োগ করে বাংলাদেশের জন্য শান্তি, স্থিতিশীলতা, গণতন্ত্র ও উন্নয়নে ইতিবাচক ভুমিকা রাখবেন।

জিএম কাদের বলেন, তারেক রহমান যে সময় দলের এই গুরুদায়িত্ব গ্রহণ করলেন সেই সময় দেশ নানা সংকট ও অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। এই প্রেক্ষাপটে জাতীয় ঐক্য, সহনশীলতা ও দায়িত্বশীল রাজনৈতিক শিষ্টাচার অত্যাবশকীয় প্রয়োজন।

তিনি তারেক রহমান তাঁর মরহুম পিতা শহীদ প্রেসি‌ডেন্ট জিয়াউর রহমান ও সদ‌্যপ্রয়াত মাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খা‌লেদা জিয়ার যোগ‌্য উত্তরসূরী হিসেবে দেশ ও জা‌তি গঠ‌নে গুরুত্বপূর্ণ ভূ‌মিকা পালন করবেন।

এসময় তারেক রহমানের সুস্বাস্থ‌্য, দীর্ঘ জীবন ও সর্বাঙ্গীন কল‌্যাণ কামনা করেন জিএম কাদের।

সর্বশেষ - আইন-আদালত