বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নর্ডিক অঞ্চলের দেশ সুইডেন, ডেনমার্ক ও নরওয়ে এবং রাশিয়ার রাষ্ট্রদূতরা সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১১টার আগেই তারেক রহমান গুলশানের কার্যালয়ে পৌঁছান এবং পর্যায়ক্রমে কূটনীতিকরা বৈঠকে অংশ নেন।
বৈঠক শেষে সাংবাদিকদের বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির জানান, এটি ছিল একটি সৌজন্যমূলক সাক্ষাৎ।
আলোচনায় বাংলাদেশের জাতীয় স্বার্থকে সামনে রেখে বিনিয়োগ, বাণিজ্য, জ্বালানি, শিক্ষা, অর্থনীতি ও পররাষ্ট্রনীতি নিয়ে কথা হয়েছে। পাশাপাশি বিএনপির ঘোষিত ৩১ দফা রূপরেখা এবং নির্বাচনের মাধ্যমে জনগণের রায়ে বিএনপি ক্ষমতায় এলে কীভাবে এসব দেশের সঙ্গে কাজ করা হবে সে বিষয়েও আলোচনা হয়।
নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট আলোচনা না হলেও কূটনীতিকদের এ বিষয়ে আগ্রহের কথা জানান তিনি।
এর আগে গতকাল ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও কানাডার রাষ্ট্রদূতসহ মোট ৯ জন কূটনীতিক তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।



















