দেশের চলমান বিশৃঙ্খলা আর অস্থিরতার জন্য শেখ হাসিনা ও তার ফ্যাসিষ্ট রেজিমকে দায়ি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে হাসিনার পাতা ফাঁদে পা না দেয়ারও আহবান জানিয়েছেন তিনি।
রোবাবর (৯ ফেব্রুয়ারি) রাজধানীতে আলাদা অনুষ্ঠানে অংশ নিয়ে প্রশাসনে আওয়ামী দোসরদের রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাবে না বলে মন্তব্য করেন বিএনপি নেতারা।
একই সঙ্গে নির্বাচন বিলম্বিত করলে কেউ পালানোর সুযোগ পাবেনা বলেও হুশিয়ার করেন তারা।
‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ অংশগ্রহণ শেষে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। রোববার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এই দুই নেতা।
বিমানবন্দরে নেমে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির মহাসচিব। যুক্তরাষ্ট্রে সফর ভালো হয়েছে জানালেও দেশের সাম্প্রতিক অস্থিরতা নিয়ে উদ্বেগ জানান তিনি। বলেন, ফ্যাসিষ্টদের রেজিমরা এখনও সক্রিয়। তাই ঐক্যবদ্ধ থেকে সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে।
এদিকে, জাতীয় প্রেস ক্লাবের সামনে নির্বাচনের দাবিতে এক প্রতীকী অবস্থান কর্মসূচি বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, প্রশাসনের ভেতরে আওয়ামী দোসরদের রেখে বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব না।
প্রেস ক্লাবেই আরেক আলোচনায় দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেন, মুখে বিরোধিতা করলেও উপদেষ্টাদের অনেকেরই ভারতের সঙ্গে যোগাযোগ রয়েছে।
এসময়, ভোটার তালিকায় বয়স কমানো ইস্যুতে ইউনূস সরকারের অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা তাও খতিয়ে দেখার সময় এসেছে বলে মন্তব্য করেন এই বিএনপি নেতা।