রবিবার , ৩০ মার্চ ২০২৫ | ১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

নিজেদের স্বার্থে চীন-ভারত-পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখতে হবে: ফখরুল

প্রতিবেদক
Newsdesk
মার্চ ৩০, ২০২৫ ২:১১ অপরাহ্ণ

প্রধান উপদেষ্টার চীন সফরকে ইতিবাচক বলে উল্লেখ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ভূ-রাজনীতিতে চীনের সঙ্গে সম্পর্ক স্থাপন খুবই জরুরি। নিজেদের স্বার্থেই চীন, ভারত, পাকিস্তান, মিয়ানমারের মতো দেশগুলোর সঙ্গে সম্পর্ক রাখতে হবে।

রোববার (৩০ মার্চ) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এমন মন্তব্য করেন তিনি।

এসময় নির্বাচন ইস্যুতে প্রধান উপদেষ্টার বক্তব্যে বিএনপি হতাশ মন্তব্য করে তিনি বলেন, নির্বাচনকে পেছানোর একটা প্রবণতা দেখা যাচ্ছে। সংস্কারের কারণে নির্বাচন পেছানোর যৌক্তিকতা নেই।

দেশের বর্তমান অবস্থা বিবেচনায় নির্বাচন জরুরি উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন নিয়ে সমস্যা তৈরি হলে আবারও বিএনপিকে রাজপথে নামতে হতে পারে। পাশাপাশি সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে নির্বাচনের আগে নিরপেক্ষ সরকারের দাবি উঠতে পারে।

এসময় এপ্রিলের মাঝামাঝি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরতে পারেন বলেও জানান তিনি।

বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্রের শত্রুকে ভারতে বসিয়ে রেখে নির্বাচন পেছালে আরও বেশি সঙ্কট তৈরি করবে। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নয়, জনগণের বৈধতার জন্য নির্বাচনের কথা বলছে। কিন্তু বিএনপির জনপ্রিয়তায় ছেদ করতে একটি মহল ব্যস্ত রয়েছে।

সর্বশেষ - রাজনীতি