রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রতীক হিসেবে দলটির প্রথম পছন্দ শাপলা। দ্বিতীয় পছন্দের তালিকায় আছে কলম ও তৃতীয়তে মোবাইল।
রোববার (২২ জুন) বিকেলে দলটির পক্ষ থেকে ইসিতে নিবন্ধনের আবেদন করা হয়।
পরে এক ব্রিফিংয়ে দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, এনসিপি জনগণের দল হিসেবে জনগণের পক্ষের হয়ে নিবন্ধন পেতে আমরা আবেদন দাখিল করেছি। তিনটি প্রতীককে দলের প্রতীক হিসেবে আবেদন করেছি। ইসির কাছে প্রত্যাশা- আমাদের শাপলা দেবে।
তিনি বলেন, জনগণের পক্ষের শক্তি হিসেবে জুলাই অভ্যুত্থানকে ধারণ করে এনসিপি এগিয়ে যাবে।
এসময় এনসিপি মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ৩০০ আসন এনসিপির ঘরে থাকবে এবং এবারই এনসিপি জাতীয় সরকার গঠন করবে।
অনেক জায়গায় অফিসে নিতে গিয়ে বাধাগ্রস্ত হয়েছেন জানিয়ে তিনি বলেন, বিভিন্ন দল তাদের এজেন্ট আমাদের মধ্যে ঢুকিয়ে আবার পদত্যাগ করিয়েছে। কিন্তু পাঁচ আগস্টে যেভাবে জনগণের জয় হয়েছিলো, আগামী নির্বাচনে এনসিপিও এভাবে জয় পাবে।
এনসিপি এবারই জাতীয় সরকার গঠন করবে মন্তব্য করে নাসীরুদ্দীন বলেন, আমাদের নেতৃত্বে নতুন সরকার গঠন করা হবে।
এসময় নির্বাচন কমিশন পুনর্গঠন প্রয়োজন মন্তব্য করে তিনি আরও বলেন, এছাড়া উপায় নেই। ইসি পুনর্গঠন হবে, তাই আমরা বিকল্প উপায়ে যাচ্ছিনা।


















