জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন বা অন্য যে কোনো সংস্কারে বেশি গুরুত্ব দেয়া হলে জনগণের কাছে তা গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে রোড টু ইলেকশন শীর্ষক গোলটেবিল আলোচনায় এমন মন্তব্য করেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্রের রক্ষায় যেকোনো সরকারের দায়িত্ব অবাধ ও সুষ্ঠুভাবে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত করা।
এ সময় তিনি আরও বলেন, দেশের নির্বাচন অনুষ্ঠিত করতে যেসব প্রতিষ্ঠান কাজ করে তারা স্বেচ্ছায় সরকারের অধীনে যেতে আগ্রহী হয়ে ওঠে এবং নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হয়। তাই প্রতিষ্ঠানগুলোকে সংবিধান প্রদত্ত আইন কাজে লাগিয়ে নিজেদের শক্তিশালী করতে আগ্রহী হয়ে উঠতে হবে।