বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নেতাকর্মীরা ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তারা সেই কাঙ্খিত দিনের অপেক্ষায় আছেন।
মঙ্গলবার (১ এপ্রিল) সকালে চট্টগ্রাম নগরীর মেহেদীবাগের বাড়িতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
ঈদ উপলক্ষে নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি তার বাড়িতে আয়োজন করা হয় মেজবানের। সেখানে অংশ নেন হাজারো নেতাকর্মী।
এসময় আমীর খসরু সাংবাদিকদের বলেন, অনেক দিন পর মুক্ত, স্বাধীন পরিবেশে নেতাকর্মীরা ঈদের আনন্দ উপভোগ করতে পারছে।
দেশকে সামনের দিকে এগিয়ে নিতে মানুষের হাতে তাদের মালিকানা ফিরিয়ে দেওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। যেটা বাংলাদেশ অনেক দিন দেখেনি। এই বাংলাদেশের জন্য ১৬ বছর যুদ্ধ করেছি, জেল খেটেছি।