নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গে আগামী নির্বাচন পরিচালনা করবে এবং বিএনপি বিদ্যমান কমিশনের ওপরই আস্থা রাখতে চায় বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১৯ জানুয়ারি) প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মদিনে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এমন মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, বিএনপি একটি উদার ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ এবং জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করেই দলটি সামনে এগিয়ে যাবে।
দলীয় প্রতিষ্ঠাতার জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর শেরেবাংলা নগরে তার সমাধিতে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।


















