সংসদের উচ্চকক্ষে পিআর পদ্ধতি চালু আর সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হলেই কেবল দেশে নির্বাচনের পরিবেশ তৈরি হবে, তার আগে নয় বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। পিআর ইস্যু কে বুঝলো, আর বুঝলো না তা নিয়ে ভাবার আর সময় নেই বলেও মন্তব্য করেছেন তিনি।
শনিবার (১৯ জুলাই) জুলাই পদযাত্রার ১৯তম দিনে কক্সবাজারে এক পথসভায় এসব কথা বলেন তিনি।
জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষ্যে শহীদদের স্মরণে আর দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে সকালে কক্সবাজার কেন্দ্রীয় বাসটার্মিনাল থেকে শুরু হয় এনসিপির ১৯তম দিনের পদযাত্রা। এতে অংশ নেন জেলার প্রায় প্রত্যেকটি উপজেলা থেকে আসা নেতাকর্মীসহ তরুণ-যুবারা।
২৪ এর অভ্যুত্থানের নানান স্লোগানে মুখরিত এই পদযাত্রাটি প্রায় তিন কিলোমিটার পারি দিয়ে শেষ হয় পাবলিক লাইব্রেরি ময়দানের পথসভায়। বক্তব্য দেন স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। তাদের বক্তব্যে উঠে আসে সংস্কারের গুরুত্ব আর পতিত সরকারের সময়ের মত নব্য গডফাদার সৃষ্টির প্রসঙ্গ।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই মাসের মধ্যে জুলাই সনদ ঘোষণা করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছি। অন্যথায় সরকারকে জুলাই সনদ ঘোষণা করতে বাধ্য করা হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ সংস্কার বোঝে। তাই আগে সংস্কার করতে হবে।
শেখ হাসিনার আমলে গডফাদারতন্ত্র তৈরি হয়েছিলো উল্লেখ করে তিনি বলেন, এখন আবারও কক্সবাজারকে সেই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে।
তিনি যোগ করেন, অপরিণামদর্শী নেতৃত্ব রোহিঙ্গাদের দেশে ঢুকিয়ে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করেছে পুনর্বাসনের মাধ্যমে, যার সমাধান করা জরুরি। এসময় পর্যটনের স্বর্গ কক্সবাজারকে নতুন করে সাজানোর প্রতিশ্রুতিও দেন নাহিদ ইসলাম।
নাহিদ ছাড়াও পদযাত্রা ও পথসভায় আরও বক্তব্য দেন– এনসিপি সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, নাসীর উদ্দীন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, এসএম সুজা উদ্দিনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এসময় হাসনাত আবদুল্লাহ অভিযোগ করে বলেন, আগে যেমন নির্বাচন কমিশনকে হাতে রেখে আওয়ামী লীগ বিজয়ী হত ঠিক তেমনি এখনও কোনো কোনো রাজনৈতিক দল সেইভাবে রাষ্ট্র ক্ষমতায় যাবার পাঁয়তারা করছে।


















