জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম পুরোনো সংবিধান এবং শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ সম্ভব নয়। নতুন প্রজাতন্ত্র গড়তে প্রয়োজন নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচন।
আজ মঙ্গলবার (৪ মার্চ) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নাহিদ ইসলাম।
প্রতিষ্ঠার পর এনসিপি’র প্রথম কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছে নবগঠিত দলটির নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে নাহিদ ইসলাম এ কথা বলেন।
এসময় নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, ৭১ এর মহান মুক্তিযুদ্ধের পরেও মানুষ প্রকৃত স্বাধীনতা পায়নি। এ কারণে, দ্বিতীয় প্রজাতন্ত্র দরকার।
এছাড়া নির্বাচন যাতে বারবার পিছিয়ে না যায়, এজন্যই পুরোনো প্রশাসনিক কাঠামো বাতিল করার দাবিও জানান তিনি।
নাহিদ ইসলাম বলেন, নতুন প্রজাতন্ত্র গড়ার জন্য গণপরিষদ নির্বাচন এবং নতুন সংবিধান প্রয়োজন। মুক্তিযুদ্ধসহ সব গণতান্ত্রিক আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে নাগরিক পার্টি।
এদিকে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনীতির ফয়সলা করার আহ্বান জানান নাহিদ।
তিনি বলেন, নিবন্ধন নিতে শর্তাবলি পূরণ করে দ্রুত সময়ের মধ্যে আগাবো। গঠনতন্ত্র প্রণয়নের কাজ চলছে।