ভোটের প্রতীক তালিকায় শাপলা না রাখার সিদ্ধান্তের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাতে গেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল।
রোববার (১৩ জুলাই) সকাল ১১টায় নির্বাচন ভবনে পৌঁছে পাঁচ সদস্যের দল। এই দলে আছেন -এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
গেলো সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধনের লক্ষ্যে প্রতীকের তফসিলে শাপলা ছাড়াই ১১৫টি প্রতীক সংরক্ষণের সিদ্ধান্ত নেয় ইসি, যা ওইদিনই আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠায়।
ইসির এই সিদ্ধান্তের সমালোচনা করে এনসিপি। তবে এনসিপির চাওয়া বিকল্প দুই প্রতীক, কলম ও মোবাইল ফোন তালিকাভুক্ত করেছে ইসি।
এনসিপি নেতারা জানিয়েছেন, আজ বৈঠকে প্রবাসীদের ভোট নিয়েও আলোচনা করবেন তারা।



















