আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের পোস্টাল ব্যালটে ভোটাধিকার প্রয়োগের সময়সীমা আরও এক সপ্তাহ বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ দাবি জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
তিনি বলেন, এবারই প্রথম প্রবাসীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন। এটি একটি ইতিবাচক পদক্ষেপ। কিন্তু ভোট প্রদানের শেষ সময় আগামী ২৫ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে, যা প্রবাসীদের জন্য যথেষ্ট নয়।
তার অভিযোগ, অনেক প্রবাসী ভোটার এখনও তাদের পোস্টাল ব্যালট হাতে পাননি।
তিনি বলেন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে এবং প্রক্রিয়াটি সহজতর করতে এই সময়সীমা আরও অন্তত এক সপ্তাহ বাড়ানোর জন্য আমরা নির্বাচন কমিশনের প্রতি জোর আহ্বান জানাচ্ছি।
নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, অনেক ক্ষেত্রেই এখন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটছে। নির্বাচনের ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে আরও কঠোর ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।


















