বৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

ফিনল্যান্ডের মানবাধিকার বিষয়ক রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক

প্রতিবেদক
Newsdesk
সেপ্টেম্বর ১৮, ২০২৫ ১১:২৮ পূর্বাহ্ণ

ফিনল্যান্ডের মানবাধিকার বিষয়ক রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একটি প্রতিনিধি দল।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকাল ৫টায় এবং ফিনল্যান্ডের সময় দুপুর ২টায় ফিনল্যান্ডের মানবাধিকার বিষয়ক বিশেষ রাষ্ট্রদূত কাথিয়া পেহেরম্যানের সঙ্গে বিএনপির বৈঠক অনলাইনে অনুষ্ঠিত হয়।

বিএনপির স্হায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

বৈঠকে বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন এবং বিশেষ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

পাশাপাশি বিএনপির পক্ষ থেকে ফিনল্যান্ডের রাষ্ট্রদূতকে অনুরোধ করা হয় যেন বাংলাদেশী নাগরিকদের জন্য বিশেষ করে ফ্যামিলি এবং ছাত্র-ছাত্রীদের ভিসা প্রক্রিয়া সহজে বাংলাদেশ থেকে আবেদন করার সুযোগ তৈরি করা হয়।

ইতিমধ্যে ভারতের ভিসা জটিলতার কারণে দিল্লিতে অবস্থিত ফিনল্যান্ডের দূতাবাস থেকে বাংলাদেশীরা সঠিক সময়ে ভিসা পাচ্ছে না। এতে করে ছাত্র-ছাত্রীরা ফিনল্যান্ডের উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।

রাষ্ট্রদূত কাথিয়া বিএনপি প্রতিনিধি দলের দাবিগুলো গুরুত্বের সাথে বিবেচনা করার আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন ফিনল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ ও পূর্ব এশিয়া ডিপার্টমেন্টের কর্মকর্তা কিভুসারি জাক্কো।

বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান। এ সময় আরও উপস্থিত ছিলেন ফিনল্যান্ড বিএনপির সভাপতি কামরুল হাসান জনি এবং যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও মিটিংয়ের সমন্বয়কারী মোহাম্মদ খায়রুজ্জামান লিংকন।

সর্বশেষ - আইন-আদালত