ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে শঙ্কা নেই। তবে, সুষ্ঠু ভোটের জন্য জুলাই সনদসহ সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে জাতিসংঘের সফর শেষে মঙ্গলবার (৭ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি গেটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, যারা সংস্কারে বাঁধা দিচ্ছে বা নির্বাচন বিলম্বিত করছে তাদের কাঠগড়ায় দাঁড়াতে হবে। সংস্কারের ভিত্তিতেই নির্বাচন হতে হবে বলে সাফ জানিয়ে দেন তিনি।
প্রবাসীরা যাতে বিদেশে বসে সহজে ভোট দিতে পারে সে বিষয়েও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তাহের।
রাজনৈতিক দলগুলো যে ঐক্যবদ্ধ আছে তার অন্যতম উদাহরণ প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর নেতাদের জাতিসংঘ সফর।
রাষ্ট্রের প্রয়োজনে বাংলাদেশ ঐক্যবদ্ধ আছে বলেও উল্লেখ করেন জামায়াতের এ নায়েবে আমির।


















