২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন প্লাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সাবেক কেন্দ্রীয় আহ্বায়ক ও বাংলাদেশ জনঅধিকার পার্টির চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল সম্রাট আজ রাতে সংগঠনটির ৩৭ সদস্যদের নতুন কমিটির অনুমোদন দেন।
তিনি বলেন বাংলাদেশ জনঅধিকার পার্টির সহযোগী ছাত্র সংগঠন হিসেবে নতুন কমিটি ঘোষণা করা হলো। কমিটিতে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নামে নতুন কমিটির নাম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পার্টি হিসেবে ঘোষণা করা হয়।

ইসমাইল সম্রাট বলেন এই সংগঠন ২০১৮ সাল থেকে দেশের সাধারণ শিক্ষার্থীদের পাশে আছে আর ভবিষ্যতে সাধারণ শিক্ষার্থীদের জন্য নতুন কমিটির নেতৃবৃন্দ অগ্রণী ভুমিকা রাখবে। আমরা আশা করছি সংগঠনের আহ্বায়ক ও সদস্য সচিব দেশের সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকবে সবসময়ই।
সংগঠনের নবনির্বাচিত আহ্বায়ক সাইফুল ইসলাম সাইফ এর গ্রামের বাড়ি নোয়াখালীর কবিরহাট উপজেলায় আর সদস্য সচিব মুহাইমিনুল ইসলাম তানভীর এর গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায়, তারা ২ জনই নিয়মিত শিক্ষার্থী ।


















