বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ল্যান্ডস্লাইড ভিক্টরি (ভূমিধস বিজয়) ঠেকাতে বিএনপির বিরুদ্ধে একটি দল প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যারা প্রচারণা চালাচ্ছে তাদের রাজনীতি ৭১ এ দেখা গেছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এ আলোচনা সভার আয়োজন করেছে বিএনপি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যাদের তিনটি ভোট নেই তারা নির্বাচন প্রতিহতের নানা হুমকি দিচ্ছে। আমরা মনে করি, এবারের ভোটে প্রমাণ হবে দেশ গণতান্ত্রিক ধারায় যাবে নাকি উগ্রবাদীদের হাতে যাবে।
তিনি আরও বলেন, ধর্মকে ব্যবহার করে এরা মানুষকে ভুল বুঝিয়ে মুনাফেকি করে ভোট চাইছে।
ওই সময়ে যারা মানুষ মেরেছে, আমাদের মা-বোনদের সম্ভ্রমহানি করেছে, পাকিস্তান হানাদার বাহিনীর হাতে আমাদের মা-বোনদের তুলে দিয়েছে, সেই হিসাব আমরা ভুলি নাই। তারপরেও আমরা মনে করি যে, রাজনীতি করছ, কর। সিধা (সোজা) রাস্তায় কর। ধর্মকে ব্যবহার করে, মানুষকে বিভ্রান্ত করে, ভুল বুঝিয়ে, দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া হবে। হায় হায়। চিন্তা করেন তাহলে?, যোগ করেন তিনি।
এদিকে সংস্কারের জন্য গঠিত ঐকমত্য কমিশন বিএনপির সঙ্গে বেইমানি করেছে বলে দাবি করেছেন দলের মহাসচিব।
তিনি বলেন, ঐকমত্য কমিশন অনেক বিষয়ে বেইমানি করেছে। আমরা যা চাইনি তাও সংস্কারে যুক্ত করা হয়েছে। তারপরও আমরা অনেক কিছু মেনে নিয়েছি।
তিনি আরও বলেন, একটি পক্ষ বিএনপিকে সংস্কারবিরোধী হিসেবে অপপ্রচার করছে। অথচ, ২০২২ সালে আমরাই সর্বপ্রথম সংস্কার প্রস্তাব দিয়েছি। সব দলের সঙ্গে আলোচনা করে আমাদের নেতা এ সংক্রান্ত ৩১ দফা প্রস্তাব দিয়েছিলেন। আমরা বলবো, সংস্কার বিএনপির সন্তান। অনেকে আমাদের জিজ্ঞেস করে আমরা সংস্কারের পক্ষে না বিপক্ষে।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ আরো অনেকেই।


















