রবিবার , ৩১ আগস্ট ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অস্ট্রেলিয়ার সিনেটরের শুভেচ্ছা

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ৩১, ২০২৫ ১:০২ অপরাহ্ণ

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের সিনেটর ডেভ শর্মা বাংলাদেশের জনগণের সাহস ও সংকল্পের প্রশংসা করেছেন। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।

বার্তায় তিনি বলেন, গত এক বছরে বাংলাদেশের জনগণ তাদের স্বাধীনতা, অধিকার ও সাংবিধানিক শাসন পুনরুদ্ধারের জন্য যে সাহস ও দৃঢ়তা দেখিয়েছেন, তা প্রশংসনীয়। একইসঙ্গে তিনি আন্দোলনে অংশ নেওয়া অসংখ্য সাহসী মানুষ, বিশেষ করে শিক্ষার্থীদের ত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।

সিনেটর ডেভ শর্মা বলেন, অস্ট্রেলিয়ায় থেকেও আমরা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। বাংলাদেশের জন্য আমাদের প্রত্যাশা হলো—একটি শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ ভবিষ্যৎ, যেখানে সব নাগরিক ও ধর্মীয় সম্প্রদায়ের অধিকার ও স্বাধীনতা সম্মানিত হবে এবং সবার জন্য সমান সুযোগ সৃষ্টি হবে।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশের বহু অস্ট্রেলিয়ান বন্ধু নিবিড়ভাবে পরিবর্তনের প্রক্রিয়াগুলো পর্যবেক্ষণ করছে, যেহেতু বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ভেতর দিয়ে যাচ্ছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরতে রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোতে গুরুত্বপূর্ণ সংস্কার হচ্ছে।

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের একটি উত্তম ভবিষ্যৎ গড়ে তোলার প্রয়াসে আমি তাদের প্রতি সমর্থন জ্ঞাপন করছি।

সর্বশেষ - আইন-আদালত