রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা সরকারের দায়িত্ব। এগুলো রক্ষা করতে না পারা সরকারের দুর্বলতা। এই ব্যর্থতার দায় নিয়ে মন্ত্রীদের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু। রোববার (২৮ জুলাই) দলটির বনানীর কার্যালয়ে জরুরি যৌথ সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মজিবুল হক চুন্নু বলেন, সরকারের ভুল পদক্ষেপের কারণেই দেশ আজ অস্থিতিশীল। সাম্প্রতিক সহিংসতার দেশজুড়ে গণগ্রেফতার চলছে। এতে জাতীয় পার্টির নেতা-কর্মীরাও বাদ যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, আপিল বিভাগের রায় সংসদে আইন হিসেবে পাস করা জরুরি। এ সময় তিনি শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন। এছাড়া, শিক্ষার্থীদের ওপর দমন-পীড়ন হয়েছে উল্লেখ করে এর তীব্র নিন্দাও জানান তিনি।












The Custom Facebook Feed plugin