ঢাকায় সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) তিন সদস্যের একটি প্রতিনিধি দল। রবিবার (২৩ নভেম্বর) রাত আটটার দিকে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সন্ধ্যায় অনুষ্ঠিত এ সাক্ষাতে প্রতিনিধি দলকে নেতৃত্ব দেন বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ-খবর নিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভুটানের প্রধানমন্ত্রী সাথে ব্যবসা-বাণিজ্য, জ্বালানিসহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলাপ হয়েছে। বাংলাদেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আশা করে ভুটান। যেই সরকারই ক্ষমতায় আসুক সেই সরকারের সাথে কাজ করবে দেশটি।


















