শনিবার , ১ ফেব্রুয়ারি ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

মন্ত্রণালয় নয়, বৈষম্যবিরোধীদের দায়িত্ব ক্যাম্পাসে: রিজভী

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ১, ২০২৫ ২:০৩ অপরাহ্ণ

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শোনা যাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিটি মন্ত্রণালয়ে কমিটি গঠন করছে। কিন্তু তাদের দায়িত্ব মন্ত্রণালয়ে কমিটি গঠন করা নয়, তাদের দায়িত্ব ক্যাম্পাসে।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর নয়াপল্টনে ভাসানী হলে ঠিকানা বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন।

এসময় রিজভী বলেন, মন্ত্রণালয়, জেলা অফিস, ডিসি অফিসে বৈষম্যবিরোধীর ছাত্ররা কমিটি গঠন করলে ব্যবসায়ী ও অন্যরা স্বার্থের জন্য ছাত্রদের পেছনে ছুটবে।

কুমিল্লায় এক বিএনপি কর্মীর মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, দেশে শঙ্কা দিন দিন বাড়ছে। কেউ অন্যায় করলে গ্রেপ্তার করা হোক। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী মেরে ফেলবে কেন! শেখ হাসিনার আমলের মতো বিচার বহির্ভূত হত্যা কেন ঘটবে?

ড. ইউনূস নির্বাচিত সরকার না হলেও রাজনৈতিক দল ও এদেশের মানুষের সমর্থন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, তার (ড. ইউনূস) আমলে শেখ হাসিনার শাসনামলের মতো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনো অবস্থাতে কাম্য নয়। তাই অন্তর্বর্তী সরকারকে বিচক্ষণতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

বৈষম্যবিরোধী আন্দোলনে বিএনপি সমর্থন করেছে জানিয়ে তিনি বলেন, বিএনপির ক্ষমতার শেয়ার চায় না।

এদিকে দেশে হাসিনা সরকার কেন পতন হলো ভারতের মিডিয়া তা নিয়ে অপপ্রচার চলছে মন্তব্য করে রিজভী বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। তাদের বিরুদ্ধেও ভারতের মিডিয়া অপপ্রচার চালাচ্ছে।

সর্বশেষ - আইন-আদালত