শুক্রবার , ৪ জুলাই ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

মবের সঙ্গে জামায়াতের কোনো কর্মী জড়িত নয়: জামায়াত আমির

প্রতিবেদক
Newsdesk
জুলাই ৪, ২০২৫ ৪:০১ অপরাহ্ণ

মবের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো কর্মী বা সমর্থক জড়িত নয় বলে দাবি করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (৪ জুলাই) সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামায়াত আমির এ মন্তব্য করেন।

তিনি বলেন, পাটগ্রাম আমাদের চোখের সামনে, এখন দেশের এই পরিস্থিতি বিরাজ করছে। এই অবস্থায় কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এজন্য আগে পরিবেশ পরিস্থিতি তৈরি করতে হবে। এই পরিবেশ তৈরির লক্ষ্যে আমরা সংস্কারের প্রস্তাব দিয়েছি।

তিনি বলেন, জামায়াতে ইসলামী সবসময়ই সহিংসতার বিরুদ্ধে। আমরা সব সময় মব পলিটিক্সের ঘোর বিরোধী। এটা ১৯৭২ সাল থেকেই আমরা বলে আসছি। আমরা সব সময় মবের ঘোর বিরোধী। আমাদের কোনো কর্মী-সমর্থক কোথাও মবে জড়িত নেই।

শফিকুর রহমান বলেন, দেশের এই পরিস্থিতিতে কীসের নির্বাচন? আগে সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে। নির্বাচনের পূর্বে অবশ্যই রাজনৈতিক সংস্কার করতে হবে এবং সকলের অংশগ্রহণে একটি ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হবে।”

দীর্ঘ ১৭ বছর পর রংপুরে জামায়াতের জনসভায় যোগ দিতে বিমানযোগে সৈয়দপুরে পৌঁছান তিনি।

সর্বশেষ - আইন-আদালত